আমতলীতে ইউপি সদস্যের মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

আমতলী বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলার আমতলী উপজেলার ২ নং কুকুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জহির মাতুব্বরের অ্যাভেঞ্জার ১৫০ সি সি একটি মোটরসাইকেল আনুমানিক রাত ১.৩০ মিনিটে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দা মোঃ আবুল কালাম জানান, ইউপি সদস্যের বাড়ির রাস্তায় কাদা থাকার কারণে প্রতিদিনের ন্যায় (১৪ আগস্ট) অনুমানিক সন্ধ্যা ৭.০০ থেকে সাড়ে ৭টার দিকে আমার বাড়ির উঠানে গাড়ি রেখে যান তিনি।তারা রাত দশটা কিংবা সাড়ে দশটার দিকে ঘুমাতে গেলে পাশের বাড়ির মহিলা আগুন দেখে চিৎকার চেঁচামেচিতে তাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে দেখেন তাদের বাড়ির উঠানে আগুন জ্বলতেছে তিনি তা দেখে ডাকাডাকি করে পার্শ্ববর্তী লোকদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।পরবর্তীতে গাড়ির মালিক ইউপি সদস্য জহির মাতুব্বর কে খবর দেওয়া হয়।
খবর শুনেই ইউপি সদস্যের এর তিন ভাই ঘটনা ঘটনা স্থানে এসে গাড়ি পুড়ানোর খবরটি নিশ্চিত করে ফেসবুকে পোস্ট দেন।
উপস্থিতি জনতার মধ্যে কথা বলেন, ১ নং ওয়ার্ডের সমাজসেবক জনাব মোঃ নুরুল হক মাদবার বলেন এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা।এটার সুষ্ঠু বিচার হোক এটাই আমাদের ১ নং ওয়ার্ডের জনগণের দাবি বলে উল্লেখ করেন।
ইউপি সদস্যের মামা জনাব কুদ্দুস খান বলেন, তার ভাগিনার একের পর এক ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা তিনি মানসিক চাপে রাখার ঘটনা বলে উল্লেখ করেন। এর সুষ্ঠু বিচার দাবি করেন প্রশাসনের কাছে।
ইউপি সদস্যের বড় ভাই মোঃ শাহরিয়া মাদার বলেন, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা এমনকি জীবন নাশের ও ঘটনা রয়েছে বলে মনে করেন তিনি। তিনি আরো জানান,এর আগেও তার ভাইকে গুলি করে হত্যার প্রচেষ্টা চালায় দুর্বৃত্তরা।তিনি বলেন বার বার তার ভাইয়ের উপর অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন প্রশাসনের কাছে।
আমতলী থানার ওসি জনাব আবুল বাশার বলেন, ঘটনার খবর শুনেছি এখনো পর্যন্ত থানায় এসে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
