‘চামড়া নিয়ে সিন্ডিকেট হয়েছে কি না দেখা হচ্ছে’

নিজস্ব সংবাদদাতাঃ চামড়ার দাম নিয়ে সিন্ডিকেটের কারসাজি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৪ আগস্ট বুধবার সচিবালয়ে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী এ সময় আরও জানিয়েছেন, চামড়ার দাম নিয়ে কারসাজিতে যার বিরুদ্ধে যতটুকু অপরাধের প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া এ ঘটনায় কেউ রেহাই পাবে না বলেও হুঁশিয়ারি জানিয়েছেন মন্ত্রী।
