২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে সহকারী সম্পাদকের কথা

‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি’ কথাটি যিনিই বলুক অসাধারন বলেছেন। কেননা দেশেরবার্তা পত্রিকাটিও এমন মানসম্পন্ন তাই সারাক্ষণ লেগে থাকি।
আজ ৯ এপ্রিল দেশেরবার্তা টোয়েন্টিফোর ডটকম এর জন্মদিন।
দুইটি বছর পেরিয়ে দেশেরবার্তা টোয়েন্টিফোর ডটকম আজ পদার্পণ করলো তৃতীয় বছরে।
এই জন্মদিনে কোটি পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা সহ সকল সুহৃদকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে কৃতজ্ঞতা জানাই প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পর্ষদ, প্রধান সম্পাদক, সম্পাদকীয় পর্ষদ, নিউজ এডিটর টিম, স্টাফ রিপোর্টার, ক্রাইম রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার, বিভাগীয় প্রতিনিধি, জেলা প্রতিনিধি, থানা প্রতিনিধি, নিজস্ব সংবাদদাতা, বিশেষ প্রতিনিধি এবং ভ্রাম্যমান প্রতিনিধি যাদের মেধা, শ্রম, ত্যাগ ও ভালোবাসায় জাতীয় অনলাইন পত্রিকা গুলোর মধ্যে দেশেরবার্তা টোয়েন্টিফোর ডটকম অন্যতম।
এর পেছনে পরিচালনা পর্ষদ ও প্রতিনিধিদের অবদান অনেক অনেক বেশি। যার উদাহরন হিসেবে সিলেটের বিভাগীয় সম্মেলন, ঢাকার স্টাফ সম্মেলন, কিশোরগঞ্জে উপদেষ্টা সম্মেলন ধরা যায়।
এখানের উপদেষ্টা পর্ষদ, পরিচালনা পর্ষদ, প্রতিনিধিগণ সহ সবাই কেন জানি একই পরিবারের সদস্যদের মত। কারও কোন অভিযোগ নেই, কারও প্রতি কারও কোন মন-মালিন্যতা নেই, শুধু সবাই মিলে আগামীর পথে পথচলা।
তাছাড়া এবার পত্রিকাটির ওয়েব সার্ভার হয়েছে অনেক গতিশীল। যুক্ত হয়েছে বিষয় ভিত্তিক নিউজ এডিটর।
সব মিলিয়ে ভাললাগা, ভালবাসা ও আবেগের একটি স্থান দেশেরবার্তা পরিবার।
আগামীর দিনগুলো হোক সত্য ও ন্যায়ের সাথে।
ই. এ. মোঃ রাজন মিয়া
সহকারী সম্পাদক,
দেশেরবার্তা টোয়েন্টিফোর ডটকম
