যশোর শার্শার অগ্রভূলোটে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

শাহারিয়ার হুসাইনঃ শার্শার অগ্রভূলোট দঃপাড়া থেকে ১০বোতল ফেন্সিডিল সহ রেজাউল সরদার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
সে শার্শা উপজেলার অগ্রভূলোট দঃ পাড়া গ্রামের মৃত ইমাম সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের
সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় দাস ও রঞ্জন মিত্র সঙ্গীয় ফোর্স কনষ্টেবল জহিরুল ও রুবেল কে নিয়ে সোমবার (২৫মার্চ ) রাত সাড়ে ৮টার সময় উপজেলার অগ্রভূলোট দঃপাড়া গ্রাম থেকে রেজাউল সরদারকে আটক করা হয়।এসময় তার ডান হাতে থাকা কালো রং এর ব্যাগ থেকে ১০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়
এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রেের
ইনচার্জ (ওসি) সুকদের রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
