গোলাপগঞ্জে জিজিএ এডুকেশন গ্রæপের পুরুষ্কার বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে জিজিএ এডুকেশন গ্রুপের উদ্যোগে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে জিজিএ প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ২০১৮ ইংরেজী এর পুরষ্কার বিতরণ করা হয়।
আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সিনিয়র শিক্ষক তৈয়ব আলীর সভাপতিত্বে জিজি গ্রæপের চেয়ারম্যান মেহেদী হাসান শাকিল ও আব্দুল ওয়াহিদ শিপুর যৌথ সঞ্চালনায় এবং আনোয়ারা বেগম রিমার কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আয়োজিত পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেতিমগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট জাফরান জামিল, জালাবাদ কবি ফোরামের সভাপতি রোটারিয়ান কবি সিদ্দিক আহমদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শিবলু, দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার সহকারী সম্পাদক আব্দুল লতিফ নুতন, উইনার এডুকেশন ট্রাষ্টের নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম সাইদ, ২৩ শহীদ স্মৃতি সংসদ এর প্রধান সমন্বয়ক এম এ ওয়াদুদ এমরুল, জিবি টেলিভিশনের চেয়ারম্যান খন্দকার বদরুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিজি গ্রæপের অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রোগ্রাম ম্যানেজার তানজিনা আক্তার, পরিচালক পাবেল আহমদ, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদ আহমদ, কুহেলী পাল,শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাদিয়া জাহান মুনতাহা।
এছাড়া উপস্থিত ছিলেন জিজিএ এডুকেশন গ্রæপের সহকারী প্রোগ্রাম ম্যানেজার রিমা বেগম, সমাজকল্যাণ সম্পাদক আনোয়ারা বেগম, সহ-সমাজকল্যাণ সম্পাদক মহী উদ্দিন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আলহাজ আহমদ রাহাত, প্রচার সম্পাদক তাহমিদুল ইসলাম, সদস্য আলী আহমদ, রাহিম আহমদ, রিমন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে গোলাপগঞ্জ ও দক্ষিন সুরমা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীকে পুরুষ্কার প্রদান করা হয়।
