6:11 PM, 13 November, 2025

গোলাপগঞ্জে মশার বংশবিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

IMG_0411 copy

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মশার বংশবিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণ হতে এ অভিযান শুরু করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, সরকারি এমসি (মোহাম্মদ চৌধুরী) একাডেমীর অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফ বিল্লাহ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ছয়েফ উদ্দিন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল রেজাউল আমিন প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, গোলাপগঞ্জ উপজেলা ডেঙ্গু মুক্ত রয়েছে। এখনো কোনো ডেঙ্গু রোগীর খুঁজ পাওয়া যায়নি। তারপরও উপজেলা প্রশাসন মশার বংশবিস্তার রোধে পুরো উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করছে।