4:03 PM, 13 November, 2025

কাশ্মীরে যাও, সুন্দরীদের বিয়ে করো : বিজেপি নেতা

vikram-singh-saini

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে মোদি সরকার। যা নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো রাজ্য জুড়ে, চলছে বিক্ষোভ। যা নিয়ে তীব্র দেশ-বিদেশে সমালোচনা মুখে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার। আর এমন একটি সময় বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা বিক্রম সাইনি।

কাশ্মীরে গিয়ে সুন্দরী তরুণীদের বিয়ে করতে এবং সেখানে জমি কিনে বসবাস করার জন্য বিজেপির অবিবাহিত কর্মীদের আহ্বান জানান বিক্রম সাইনি। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা টাইম অব ইন্ডিয়া।

কাশ্মীরের ‌‌বিশেষ মর্যাদা সম্বলিত ধারা ৩৭০ বাতিল করার পরদিনই কাশ্মীরের মুজাফফরনগরে আয়োজিত এক আনন্দ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

বিজেপি এই নেতা বলেন, ‌‘যত অবিবাহিত কর্মী আছে তাদের এখন কাশ্মীরে গিয়ে সেখানে জমি ক্রয় করা উচিৎ। সেখানকার সুন্দরী তরুণীদের বিয়ে করার জন্যও স্বাগতম। আর এই স্বপ্ন পূরণ করার জন্য মোদিকে ধন্যবাদ।’

তিনি আরো বলেন, ‘পুরো দেশ এই সিদ্ধান্তকে উদযাপন করছে। দেশের মুসলিম যুবকদেরও খুশি হওয়া উচিত। কারণ তারাও এখন কোনো শঙ্কা ছাড়াই কাশ্মীরের সুন্দরী মেয়েদের বিবাহ করতে পারবে।’

প্রসঙ্গত, এর আগেও বিদেশি নাগরিকদের নিয়ে মন্তব্য করে বিতর্কের জম্ম দিয়েছিলেন বিজেপির এই নেতা। চলতি বছরের জানুয়ারিতে তিনি এক বক্তব্যে বলেছিলেন, ‘যারা ভারতে থেকে অনিরাপদবোধ করে, তারা অবশ্যই ভারতবিরোধী। তাদেরকে বোমা মেরে উড়িয়ে দেয়া উচিত।’