4:42 PM, 13 November, 2025

নবাবগঞ্জে ডেংগু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

68486011_948068652212270_6157400617468821504_n

এম রুহুল আমিন প্রধান
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকেঃ

সারা দেশের ন্যয় বুধবার দিনাজপুরের নবাবগঞ্জে ডেংগু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পুরা চত্তরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান সহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারী সমন্বয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান নিদের্শনার আলোকেই উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে পরিস্কার পরিচ্ছন্নতা দিবস পালন করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন জানান র‌্যালি আলোচনা সভা সহ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্টানের প্রধান গন।উপজেলা সাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম (তপন) জানান উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ইনডর আউটডর ও সহ গোটা ক্যাম্পস চত্তরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান সফল ভাবে সম্পুর্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান বলেছেন সরকারি নিদের্শনা অনুযায়ী এ অভিযান সফল ভাবে পরিচালনা হওয়ায় তিনি অভিযানে অংশ নেয়া সকল শ্রেনির জন সাধারন কে অভিনন্দন জানিয়েছেন। উপজেলা সাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ খায়রুল ইসলাম (তপন) জানান সুস্থ জীবনে বড় মাপকাটি হলো পরিস্কার পরিচ্ছন্ন জীবন্। তিনি আরো জানান ডেংগু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশনিতে সকলকে অনুরোধ করেছেন। উপজেলা সেনেটারি ইনসপেক্টর মোঃ মোকসেদুল মোমিন জানান খাদ্যে ভেজাল রোধে ও পরিস্কার পরিচ্ছন্ন সাস্থ্য সম্মত খাবার যেন সকল ব্যবসা প্রতিষ্টান ও হোটেল রেস্তোরা মেনে চলে এ লক্ষে তিনি ও অভিযান পরিচালনা করছেন। রঘুনন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম রাব্বানী হরিল্যাখুর এস এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিনুর রহমান
এ্ দিকে উপজেলার দাউদপুর আলিম মাদ্রাসায় ডেংগু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে।