নোবেল বিজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ লেখিকা টনি মরিসনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ সাহিত্যে নোবেল পুরষ্কার জয়ী প্রথম আফ্রিকান-আমেরিকার নারী টনি মরিসন মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার। মঙ্গলবার মরিসনের পরিবার এক বিবৃতিতে জানায়, তিনি অসুস্থতায় ভুগে ৮৮ বছর বয়সে মারা যান।
মরিসনের পরিবার থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, সংক্ষিপ্ত সময়ের জন্য অসুখে ভুগে আমাদের প্রিয় মা এবং পিতামহী টনি মরিসন সোমবার রাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিউইয়র্কের মন্টেফিওর মেডিকেল সেন্টারে মারা গেছেন। মৃত্যুর সময় পরিবার এবং বন্ধুরা তার পাশে ছিলেন। ’
টনি মরিসন ১১ টি উপন্যাস লিখেন। তার বেশিরভাগ বইতে আমেরিকান কৃষ্ণাঙ্গদের জীবনের সুখ-দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তি, হতাশা এবং বঞ্চনার কথা বর্ণনা করা হয়েছে। ছয় দশকের বেশি সময় ধরে তিনি লেখালেখির কাজ করেছেন। সাহিত্যের জন্য তিনি অনেক পুরষ্কারও পেয়েছেন।
১৯৮৭ সালে লেখা উপন্যাস ‘বিলাভড’ এর জন্য তিনি ১৯৮৮ সালে পুলিতজার এবং আমেরিকান বুক অ্যাওয়ার্ড পুরষ্কার পান। এই উপন্যাসে তিনি আমেরিকার গৃহযুদ্ধের সময়ের একজন ক্রীতদাসের কথা লিখেছেন, যিনি কেন্টাকি থেকে পালিয়ে ক্রীতদাসদের জন্য স্বাধীন রাজ্য ওহিওতে গিয়েছিলেন।
পরবর্তীকালে টনি মরিসনের বিলাভড উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করা হয়। ড্যানি গ্লোভার এবং অপরাহ উইনফ্রে এতে অভিনয় করেন।
১৯৯৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার জয় করেন।
টনি মরিসন ১৯৩১ সালের ১৮ ফেব্রুয়ারি আমেরিকার ওহিও অঙ্গরাজ্যে জন্মগ্রহন করেন। ১৯৭০ সালে তার প্রথম উপন্যাস ‘দ্য ব্লুয়েস্ট আই’ প্রকাশিত হয়।
