4:40 PM, 13 November, 2025

গোলাপগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আলাউদ্দিনের ইন্তেকাল

News Pic (1)-1

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আলাউদ্দিন ইন্তেকাল করেছেন। সোমবার দিবাগত রাত পৌনে ১টায় সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩ বছর। তিনি ঘোগারকুল গ্রামের মৃত কুটি মিয়া পুত্র। ব্যাক্তিগত জীবনে তিনি ৩পুত্র ও ১কন্যা সন্তানের জনক ছিলেন। এর মধ্যে ৩ ছেলেই যুক্তরাজ্য প্রবাসী। মৃত্যুর পর তার লাশ বাড়িতে নিয়ে আসা হলেও পরে হিমাগারে স্থানান্তরিত করা হয়। প্রবাসে থাকা তার ৩ পুত্র দেশে ফেরার পর বুধবার বাদ আসর মরহুমের জানাযা অনুষ্ঠিত হবার কথা রয়েছে বলে জানান পরিবারের অন্য সদস্যরা।
এদিকে তার মৃত্যুর সংবাদে এলাকাসহ গোটা পৌরসভায় ছোকের ছায়া নেমে এসেছে। মরহুম আলহাজ্ব আলাউদ্দিনের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, অত্র ওয়ার্ডের কাউন্সিলর এম আব্দুল জলিল, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খাঁন সহ অনেকেই।