গোলাপগঞ্জে গৃহহীনদের নিজ জমিতে গৃহনির্মান প্রকল্পের উদ্বোধন করলেন সিলেটের জেলা প্রশাসক

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট গোলাপগঞ্জে ‘যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের উদ্বোধন করেছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। শেখ হাসিনার পক্ষ থেকে এ প্রকল্পের মাধ্যমে উপজেলায় ১৪৪টি গৃহহীন মানুষদের বাড়ী প্রদান করা হবে। এছাড়া উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্তপনা ও ত্রাণ দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে ৪টি গৃহহীন মানুষকে পাকা ঘর প্রদান করা হবে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম অসহায় মহিলার হাতে বাড়ীর চাবি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুর রহমান, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারী রফিক আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী, পৌর প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. হাবিবুর রহমান সহ বিভিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
