ডেঙ্গু: ঢাকা মেডিকেলে আজ ৩ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতাঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মঙ্গলবার (৮ আগস্ট) মোট তিন ডেঙ্গু রোগির মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু এই হাসপাতালেই মোট ১৭ জন ডেঙ্গু রোগি মারা গেলেন।
মারা যাওয়া তিন ডেঙ্গু রোগি হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মনোয়ারা বেগম (৭৫), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আমজাদ মন্ডল (৫২) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাবিবুর রহমান (২১)।
এদের মধ্যে মনোয়ারা বেগম সপ্তাহখানেক আগে ডেঙ্গু আক্রান্ত হলে গত শনিবার তাকে ঢামেকের ওয়ান স্টপ ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তিনি মারা যান।
ঢামেকের সহকারি পরিচালক ডা. নাছির উদ্দিন মনোয়ারা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জের কৃষক আমজাদ মন্ডল ডেঙ্গু আক্রান্ত হলে সোমবার দিনগত রাত তিনটার দিকে তাকে ঢামেকে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল পৌনে ৬ টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তিনি মারা যান।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় এদিন দুপুর পৌনে তিনটার দিকে মারা যান ফরিদপুরের হাবিবুর রহমান (২১)। গত ৩১ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
