মেয়ে সেজে জেল থেকে পালাতে গিয়ে…

আন্তর্জাতিক ডেস্কঃ চেহারা পরিবর্তন করে নানা ধরণের কাজ করার দৃশ্য আমরা বিভিন্ন সিনেমা বা নাটকে দেখেছি। কিন্তু এবার তা দেখা গেলো বাস্তবে। কারাবন্দি বাবা জেল থেকে পালাতে ধারণ করলেন নিজের মেয়ের রূপ। ক্লভিনো দা সিলভা নামে ওই ব্যক্তি একজন গ্যাং লিডার।
শনিবার রিও ডি জেনিরো কারাগার থেকে পালানোর চেষ্টা করেও ধরা পড়েন তিনি। সামাজিক মাধ্যমে এ ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়। এমন খবর প্রকাশ করেছে বিবিসি।
নিজের কিশোরী মেয়েকে কারাগারের নিজ কক্ষে রেখে তার পোশাক পরে কারাগার থেকে পালানোর চেষ্টা করেন বাবা সিলভা। তবে এরপরেও ধরা পড়ে যান পুলিশের কাছে।
ওই ভিডিওতে দেখা যায়, ধরা পড়ার পর একে একে নকল চুল, মুখোশ, চশমা ও পোশাক খুলে ফেলছেন এ কয়েদি।
জানা গেছে, ১৯ বছর বয়সী মেয়ে তার বাবাকে দেখতে গিয়েছিলেন কারাগারে। তখন মেয়েকে ভেতরে রেখে তার পোশাক, মাথায় নকল চুল ও মুখে বিশেষ ধরনের মুখোশ পরে বের হতে চেয়েছিলেন ক্লভিনো। কিন্তু কারারক্ষীদের নজর ফাঁকি দিতে পারেননি তিনি।
এ বিষয়ে কারা কর্তৃপক্ষ জানায়, ক্লভিনো দা সিলভা ‘রেড কমান্ড’ নামে ব্রাজিলের একটি শক্তিশালী সন্ত্রাসী সংগঠনের সদস্য। পালানোর ব্যর্থ চেষ্টা জেরে তাকে এবার আরো সুরক্ষিত কারাগারে স্থানান্তর করা হবে। একই সঙ্গে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
