আমতলী নবগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত জেলা প্রশাসকের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় সুধিবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা নবাগত জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমলেশ মজুমদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী, উপজেলা কৃষি অফিসার এসএম বদরুল আলম, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হারুন অর রশিদ, একেএম নুরুল হক তালুকদার, জেলা পরিষদ সদস্য শাহিনুর তালুকদার, এনএসএস নির্বাহী পরিচালক এ্যাড, শাহাবুদ্দিন পান্না, রিপোটার্স ইউনিটি’র সভাপতি মোঃ হারুন অর রশিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ খোকন প্রমূখ।
সভায় বক্তারা বলেন আমতলী উপজেলাকে একটি মডেল উপজেলা দেখতে হিসেবে দেখতে চান। এ উপজেলায় কোন কোচিং বানিজ্য থাকবেনা। রাস্তার ফুটপাতে কোন মালামাল থাকবে না। আপনার বাড়ী আপনাকেই পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে।
