ঠাকুরগাঁওয়ে হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ঈদ উল আযহা সামনে রেখে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলার আক্চা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে কার্ডধারী হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এসময় আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, আক্চা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, আক্চা ইউনিয়ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হরি প্রসাদ বর্মন, আক্চা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কুলুরাম বর্মন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঈদ উল আযহা উপলক্ষে আক্চা ইউনিয়নের হতদরিদ্র ১ হাজার ৫শ ৫৮ জনের মাঝে ১৫ কেজি করে ২৩ হাজার ৩শ ৭০ কেজি চাল বিতরণ করা হয়।
চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করার জন্য হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করা হয়। এরপর হতদরিদ্র মানুষদের মাঝে কার্ড দেওয়া হয়। কার্ডধারী প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
