2:18 AM, 13 November, 2025

আজ শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী

1564935704_16 shekh kamal

মো: তৌহিদুর রহমান তাহসিন, খুলনা প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আবহানী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী আজ সোমবার। ১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে ঘাতকের বুলেটে তিনি নিহত হন।শেখ কামাল স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও শাহাদাতবরণের সময় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গসংগঠন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এমএ শেষপর্বের পরীক্ষা দিচ্ছিলেন। শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের আয়োজনে সন্ধ্যা ৭টায় বাদ মাগরিব খুলনা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত স্মরণ সভা ও দোআ মাহফিলে সকলকে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান, খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দীন, খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারী। শেখ কামালের ৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ অনুরূপ কর্মসূচি গ্রহণ করেছে।