7:03 AM, 13 November, 2025

ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সভা অনুষ্ঠিত

received_419853345539741
মোঃ মোতাহার, ঠাকুরগাঁও সদর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, সচেতনতার অভাবেই ঠাকুরগাঁওসহ সারাদেশে মানুষরা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। তাই ডেঙ্গু মশা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে সামাজিক সচেতনতামূলক আন্দোলন গড়ে তুলতে হবে। নিজে সচেতন থাকুন অন্যকেও সচেতন করুন।
রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নির্ধারণী সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন এসব কথা বলেন।
সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় খবর রাখছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। সেই অনুযায়ী ডেঙ্গু নির্মূলে কাজ চলছে। ডেঙ্গু শুধু সরকারের একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। সেই জন্য চাই সবার সমন্বিত উদ্যোগ। ডেঙ্গু মশা যেন বাসাবাড়ি, অফিস-আদালত কোথাও বিস্তার ঘটাতে না পারে সেই দিকে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গুজব ছড়িয়ে কেউ জনমনে আতঙ্ক সৃষ্টি করবেন না; গুজব রটনাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেমএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম,  অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আমিনুল ইসলাম, জেলা সহকারী কমিশনার ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর মনতোষ কুমার দে, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রমুখ।
এ সভায় কৃষি কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলার বিভিন্ন পৌরসভার মেয়র, সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তারা সহ স্থানীয় ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।