গোলাপগঞ্জ প্রেসক্লাবের নৌ-ভ্রমণ অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে নৌ- ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গোলাপগঞ্জ বাজারের সুরমা নদীর থানার ঘাট থেকে শুরু হয় এ নৌ-ভ্রমণ। আনন্দ আড্ডার মধ্যদিয়ে এই ভ্রমণ পার্শ্ববর্তী উপজেলা কানাইঘাটের বড় হাওরের তীরবর্তী গ্রাম লোহাজুরী পাহাড় ও কাটাল বাড়িতে গিয়ে শেষ হয়।
গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আব্দুল আহাদের নেতৃত্বে ভ্রমণে অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুর রহমান সুহেদ, সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক অধিকারের সিলেট প্রতিনিধি ফয়ছল আহমদ, বিশিষ্ট সমাজসেবী মাওলানা আব্দুল আহাদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমদ, প্রচার সম্পাদক শেখ জাহিদ হাসান, সাপ্তাহিক বাংলার মাটি প্রতিনিধি কামিল আহমদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, জিবি বার্তার প্রতিনিধি তামিম আহমদ প্রমুখ।
