বিশ্ব স্বাস্থ্য দিবসে বিনামূল্যে ঔষধ বিতরণ করে ষোলোআনা ফাউন্ডেশন

হুমায়ুন কবীর, স্টাফ রিপোর্টার:
বিশ্ব স্বাস্থ্য দিবসে বিনামূল্যে ঔষধ বিতরণ করে ষোলোআনা ফাউন্ডেশন।
বিকেলে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচীতে ষোলোআনা ফাউন্ডেশনের স্বাস্থ্যকথা প্রকল্পের আওতায় কিশোরগঞ্জর সদর উপজেলার কালটিয়া বাজারে এ ক্যাম্প পরিচালনা করে ষোলোআনা ফাউন্ডেশন কিশোরগঞ্জ শাখা।
মানবতার সেবায় পথচলা শ্লোগানকে সামনে রেখে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করেছে সংগঠনটির মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবী কর্মীরা।
দেশব্যাপী আমাদের সামাজিক স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত আছে বলে জানান ষোলোআনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মুর্শিদা এনাম মীম।
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলার প্রতিটি গ্রামে এ সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে বলে কথা জানান, স্বাস্থ্যকথা প্রকল্প পরিচালক ও ষোলোআনা ফাউন্ডেশন কেন্দ্রীয় অর্থ সম্পাদক আরিফুল ইসলাম প্রিন্স।
দেশ, মাটি ও মানুষের উন্নয়নের জন্য অতিতের ন্যায় কিশোরগঞ্জে আগামী দিনেও সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাবে বলে জানান জেলার প্রস্তাবিত সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম হিমেল।
মানুষের সেবায় কাজ করার মত মহৎ কাজ দ্বিতীয় নেই এবং ষোলোআনা ফাউন্ডেশনের মেম্বারদের নিয়ে সেবার কাজ করার মতও আনন্দ দ্বিতীয় নেই বলে জানান মেডিকেল টিম লিডার শিক্ষানবিশ এম বি বি এস পারভেজ মোশারফ।
এ সময় উপস্থিত ছিলেন জেলার প্রস্তাবিত উপদেষ্টা এডভোকেট আবু বাক্কার সিদ্দিক মিলন, অর্থ সম্পাদক মোখলেছুর রহমান বিপ্লব, সদস্য রফিকুল ইসলাম সুজন সহ আরও অনেকে।
