পলাশবাড়ীতে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদ উল আযহা ২০১৯ উদযাপন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকছেদ চৌধুরী বিদুৎ, থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ,ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,রফিকুল ইসলাম, সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন, আওয়ামীলীগ সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারন সম্পাদক ও মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব,যুগ্ম সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দীলিপ চন্দ্র সাহা প্রেসক্লাব একাশেংর সভাপতি রবিউল ইসলাম পাতা, অপরাংশের সভাপতি মনজুর কাদির মুকুল,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম ছারাও নানা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় শুরুতেই জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় আসন্ন ঈদে নারীর টানে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা,যানজট নিরসন,কোরবানির বজ্য অপসারন ও ডেঙ্গু প্রতিরোধে করনীয় সম্পর্কে গুরুত্বপ‚র্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
