5:45 PM, 13 November, 2025

আমতলী-ঢাকা নৌরুটে যুক্ত হচ্ছে বিলাসবহুল লঞ্চ সুন্দারবন-৭

FB_IMG_1564507443853
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী-ঢাকা নৌপথে যুক্ত হচ্ছে ‘সুন্দারবন-৭’ নামে একটি বিলাসবহুল নতুন লঞ্চ। যাত্রীদের সেবায় ঈদ স্পেশাল সার্ভিসের মধ্যে দিয়ে এই লঞ্চের যাত্রা শুরু।
মিলাদ-মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে ঢাকা-আমতলী নৌ-রুটের সর্বাধুনিক বিলাসবহুল সুন্দারবন-৭ লঞ্চের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫ টায় আমতলী সবুজবাগ লঞ্চ ঘাটে নোঙ্গর করা সুন্দারবন-৭ লঞ্চের হল রুমে সুন্দরবন নেভিগেশন কোম্পানির চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ-মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন, আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম সরোয়ার ফোরকান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃআখতারুজ্জামান বাদল খান, জিএম মুছা, এনএসএস নির্বাহী পরিচালক এ্যাড. শাহাবুদ্দিন পান্না, বরগুনা প্রেসক্লাব সভাপতি চীত্ত রঞ্জন শীল, আমতলী প্রেসক্লাব সভাপতি দেওয়ান কবির, আবদুর রাজ্জাক মাষ্টার প্রমুখ।
আগামীকাল বৃহস্পতিবার আমতলী সবুজবাগ লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে এ লঞ্চটি ছেড়ে যাবে।