6:16 PM, 13 November, 2025

গোবিন্দগঞ্জে ৪টি গরুসহ জনতার হাতে আটককৃত সেই ৩ চোরকে পুলিশে হস্তান্তর

goru chorer news

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে পানিতলা হাট এলাকায় সন্দেহম‚লকভাবে আজ ৩১ জুলাই বুধবার ভোরবেলা ৪টি গরুসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে সেখানকার স্থানীয় লোকজন। এসময় পিকআপ ভ্যানে থাকা ৩ ব্যাক্তিকেও চোর সন্দেহে আটক করেছে এলাকাবাসী।

স্থানীয়রা জানায় ভোরবেলা গরুসহ পিকআপ ভ্যানটি পানিতলা বাজার অতিক্রম করার সময় সেখানকার স্থানীয় যুবকদের সন্দেহ হয়। পরে তারা ধাওয়া করে পিকআপ ভ্যানটিতে থাকা ৪টি গরুসহ তিন চোরকে আটক করে।প্রথমে তারা চুরির বিষয়টি অস্বীকার করলেও পরে এলাকাবাসী চোরদের কিছু উত্তম মাধ্যম দিলে তারা গরু চুরির বিষয়টি স্বীকার করে এবং তারা এলাকাবাসীকে জানায় গরুগুলো নওগাঁ জেলার শান্তাহার এলাকা থেকে চুরি করেছে এবং চোরদের বাড়ীও নওগাঁ এমনটা স্বীকার করে।

পরে এলাকাবাসী গোবিন্দগঞ্জ থানা বৈরাগী হাট তদন্ত কেন্দ্র পুলিশকে খবর দিলে গরু ৪টিসহ ৩ চোরকে পুলিশ গোবিন্দগঞ্জ থানায় নিয়ে যায়।