গাইবান্ধা জেলাকে গুজব মুক্ত রাখতে ডিবি পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলাকে গুজবমুক্ত রাখতে জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশ মোতাবেক গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে জনসচেতনতা বৃদ্ধিকল্পে কার্যক্রম চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম ৩১ জুলাই বুধবার গাইবান্ধা সদর উপজেলাধীন কামারজানি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় এবং কামারজানি বালিকা উচ্চ পৃথকবিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীদের সাথে দুইটি পৃথক মতবিনিময় সভা করেন।
সভায় ছেলেধরা গুজব, ডেঙ্গু মসা,মাদক,ইভটিজিং, যৌতুক বিরোধী আলোচনা করা হয় । পৃথক সভা দুইটিতে স্কুলের প্রধান শিক্ষক,অন্যান্য শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীরা সহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় গুজব ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক লিফলেট বিতরণ করা হয়।
