3:53 PM, 13 November, 2025

ঢাকা ছেড়ে এবার রংপুরে সাকিব

shakib-al-hasan_39

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের সপ্তম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার দুপুরে সাকিব আল হাসান নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগের আসরগুলোতে তিনি ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন।

আগামী ৩ ডিসেম্বর জাঁকজমকপূর্ণভাবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এরপর দুই দিন বিরতি দিয়ে ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে খেলা। বিপিএলের সপ্তম আসরের উদ্বোধনী ম্যাচ হবে ওই দিন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রথম আসরে ৬টি দল নিয়ে যাত্রা শুরু করে এবং সপ্তম দল হিসেবে রংপুর রাইডার্স ২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করে। পঞ্চম আসরে, ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে রংপুর রাইডার্স প্রথম বারের মত বিপিএলের শিরোপা লাভ করে।