5:19 PM, 13 November, 2025

সবার ছুটি বাতিল করে মন্ত্রী বিদেশে, সমালোচনায় ফিরার সিদ্ধান্ত

jahed-malek

নিজস্ব সংবাদদাতাঃ রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করে মন্ত্রী জাহেদ মালিক নিজেই বিদেশ সফরে গেছেন। ২৮ জুলাই তিনি কুয়ালালামপুরের উদ্দেশ্য সপরিবারে রওনা করেন। সাত দিন পর অর্থাৎ ৪ আগস্ট তার দেশে ফেরার কথা।

তবে কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করে নিজে বিদেশ চলে যাওয়ায় সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হওয়ায় দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রী। আজ বুধবার রাতেই মন্ত্রী দেশে ফিরবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম। তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আজ রাতে দেশে ফিরে বৃহস্পতিবার (১ আগস্ট) দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিং করবেন।

তিনি জানান, সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জানাতেই মন্ত্রির এই সংবাদ ব্রিফিং।

দেশজুড়ে ডেঙ্গু নিয়ে ভয়ানক পরিস্থিতির মধ্যেই ব্যক্তিগত ভ্রমণে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকে ৪ আগস্ট দেশে ফেরার কথা ছিল। কিন্তু গত কয়েকদিন এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হওয়ায় ভ্রমণ সংক্ষিপ্ত করে বুধবার (৩১ জুলাই) রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

এর আগে, মঙ্গলবার (৩০ জুলাই) ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ২৫ জুলাই ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত ‘ডেঙ্গু চেঞ্জিং ট্রেন্ডস অ্যান্ড ম্যানেজমেন্ট’ আপডেট শীর্ষক এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘বর্তমানে ডেঙ্গু (এডিস) মশা অনেক হেলদি। তাদের প্রজনন ক্ষমতাও বেশি। রোহিঙ্গাদের মতই তাদের প্রজনন ক্ষমতা। যেভাবে রোহিঙ্গা পপুলেশন আমাদের দেশে এসে বেড়েছে, সেভাবেই এই মসকিউটো পপুলেশনও বেড়েছে। আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারিনি’।