মাতালকে কামড় দিয়ে মৃত্যু হলো সাপের!

আন্তর্জাতিক ডেস্কঃ বিষাক্ত সাপ কামড় দিলে মানুষ মারা যাবে এই স্বাভাবিক। কিন্তু এর ব্যতিক্রম দেখা গেলো ভারতের উত্তর প্রদেশে। সেখানে মাতাল এক ব্যক্তিকে কামড় দিয়ে ওই ব্যক্তির বদলে উল্টো সাপটাই মারা গেছে। কারণ ওই ব্যক্তি কামড়ানোর প্রতিশোধ নিতে গিয়ে ওই সাপকেই কামড়ে টুকরো টুকরো করে ফেলেন।
রবিবার (২৮ জুলাই) প্রদেশটির এতাহ জেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এমন খবর প্রকাশ করে।
ওই খবরে বলা হয়, গ্রামটির বাসিন্দা রাজ কুমার মাতাল থাকা অবস্থায় একটি সাপ বাড়িতে ঢুকে তাকে কামড় দেয়। পরে ওই সাপটিকে ধরে তিনিও কামড় দিয়ে টুকরো টুকরো করে ফেলেন।
এ বিষয়ে রাজের বাবা বাবু রাম বলেন, ‘আমার ছেলে মাতাল ছিলো। এমন সময় একটি সাপ আমাদের বাড়িতে ঢুকে এবং রাজ কুমারকে কামড় দেয়। পরে সে সাপটিকে কামড়ে কয়েক টুকরো করে। তার অবস্থা আশঙ্কাজনক।’
হাসপাতালের এক চিকিৎসক বলেন, একজন রোগী আমার কাছে এসে জানান যে, তিনি একটি সাপকে কামড় দিয়েছেন। আমি ভুল বুঝেছিলাম যে, সাপ তাকে কামড় দিয়েছে। তার অবস্থা গুরুতর। পরে তাকে অন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
