4:40 PM, 13 November, 2025

বরগুনার বেতাগীতে ছেলেধরা গুজব প্রতিরোধে আনসার ও ভিডিপির মাইকিং, সচেতনতা সভা

IMG_20190730_144844-800x372-780x372
এস এম মেহেদী হাসান
বরগুনা প্রতিনিধিঃ
বেতাগীতে ছেলে ধরা,মাথাকাটা গুজব প্রতিরোধে মাইকিং ও সচেতনতামুলক উঠান বৈঠক করছে আনসার ও ভিডিপির ইউনিয়ন, পৌর ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ও সদস্যরা।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯ টা থেকে অর্ধশতাধিক আনসার ও ভিডিপির সদস্যরা উপজেলার প্রতিটি গ্রাম, মহল্লা ও স্কুল-মাদ্রাসায় সচেতনতামুলক উঠান বৈঠক ও মাইকিং করে স্থানীয় জনসাধারণকে সচেতন করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ সুমন হাওলাদার , বেতাগী প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু, পৌর ওয়ার্ড দলনেতা অলি আহমেদ, সুকদেব হাওলাদার, আদনান শাহরিয়ার , রুমানা আক্তার, ইউনিয়ন দলনেতা মোঃ কামরুজ্জামান টিটু ও রুহুল আমিন প্রমূখ