6:11 PM, 13 November, 2025

সাদুল্যাপুরের সীমানার তাজনগর এলাকায় ইটভাটায় ইয়াবা সেবন ও ব্যাবসা জমজমাট

eyaba

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার শেষ সিমানা সাদুল্যাপুর উপজেলার ঈদিলপুর ইউপির তাজনগর ও সাম্বলের বাজার এলাকায় চলছে জমজমাট ইয়াবা ও গাজার ব্যবসা। মাদকের ভয়াল থাবা হতে আগামী প্রজন্মকে রক্ষা করতে সচেতন এলাকাবাসী পুলিশি হস্তক্ষেপ কামনা করেছে।

সরেজমিন পরিদর্শনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এলাকাবাসী জানান পলাশবাড়ী সাদল্যাপুর সড়কের মরহুম নবীর উদ্দীন মাষ্টারের ইট ভাটা সংলগ্ন এলাকায় একটি প্রভাবশালী মহল দীর্ঘ দিন থেকে জমজমাট ভাবে ইয়াবা ব্যাবসা চালিয়ে আসছে। তারা আরো জানায় জনৈক্য ইট ভাটা মালিক এই ব্যাবসার ও সেবনের সাথে জড়িত।এর আগে ও তিনি ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।তার ইট ভাটার অফিস রুমসহ ঐ এলাকার বিভিন্ন স্থানে দিন রাত চলে ইয়াবার আড্ডা।পলাশবাড়ী ও সাদুল্যাপুর থানার শেষ সীমানা হওয়ায় পুলিশের চোখ ফাকি দিয়ে দিব্যি ব্যাবসা চালিয়ে যাচ্ছে বিশাল একটি মাদককারবারি চক্র।

এলাকার সচেতন মহলের দাবি অবিলম্বে উলে­খিত স্থান থেকে ইয়াবা ব্যবসা বন্ধ না হলে এলাকার উঠতি বয়ষের তরুনদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পরবে। বর্তমান সময়ে এসব ইয়াবা কারবারির সাথে মিশে নতুন নতুন সেবক তৈরী হচ্ছে এ সড়কের পথচারিদের নিকট হতে ছিনতাই সহ চুরি ও নানা অপরাধ মুলক কাজ কর্ম।

ইয়াবা ব্যবসা বন্ধে ও অবাধ সেবন বন্ধে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে, সাদুল­াপুর থানা ও জেলা ডিবির হস্তক্ষেপ কামনা করেছেন।