9:51 AM, 13 November, 2025

হারের বৃত্তে ঘোরপাক খাচ্ছে ঢাকা মোহামেডান লিঃ

Bangladesh_Premier_League_(football)_2019_logo
মোঃ আলী আকবর রনী
ক্রীড়া প্রতিবেদকঃ
এক সময়কার ঢাকা ফুটবল লীগের সারা জাগানো বাঘা দল ঢাকা মোহামেডান লিঃ মনে হচ্ছে শেষ কয়েক বছর ধরে রেলিগেশন বাঁচানোর জন্য লীগে অংশগ্রহন করছে। শেষ পাঁচ খেলায় একটিও জয়ের মুখ দেখেনি।
দীর্ঘ বিরতীর পর আবার বাংলাদেশ ফুটবল লীগ এর খেলা আরম্ভ হয়। এই বিরতীর মধ্যে যেন মোহামেডান আরও খেই হারিয়ে ফেলছে। আজও তারা ঢাকা লীগের নতুন সেনশেসন দল বসুন্ধরা কিং যেন গোল উৎসব করল মোহামেডান এর জালে। খেলা আরম্ভ হওয়ার পর থেকে যেন বসুন্ধরা কিং এর আক্রমনে খেই হারিয়ে কাকে যেন খুজছে মোহামেডান লিঃ গুনে গুনে ৪-১ গোলে আজকের ম্যাচটিকে হার দিয়ে শেষ করল।
খেলার ১৯ মিনিটের মাথায় ব্রাজিলিয়া খেলোয়ার ‘মার্কাস ভিনিসিয়াস’ গোলে বসুন্ধরা কিং ১-০ গোলে এগিয়ে যায়। মোহামেডান গোল পরিশোধ করতে সময় নেয়নি মোহামেডান এর বিদেশী খেলোয়ার ল্যান্ডিং ২১ ‍মিনিটের মধ্যে সমতায় আসে। এরপর শুধু মোহামেডান কে বসুন্ধরার আক্রমন রুখতেই সময় পার করতে হয়। ৩৬ মিনিটের সময়  বসুন্ধরা কিংস এর জাতীয় দলের মতিন মিয়ার গোলে ২-১ এ এগিয়ে যায়। খেলার ৪৩ মিনিটের সময় ব্রাজিলিয়ান মার্কাস ভিনিসিয়াস নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল করেন। খেলার একেবারে শেষ সময় বসুন্ধরা কিংস এর আরেক বিদেশি বখতিয়ার গোল করেন।
স্কোর দাড়ায় ৪-১। শেষ পর্যন্ত মোহামেডান আর কোন গোল করতে না পারায় ৪-১ এর ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়েন। শেষ ৫ ম্যাচে ৩ পরাজয় ২ ড্র নিয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ তম অবস্থানে আছে। আর বসুন্ধরা কিং যথাক্রমে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটি আরও মজবুত করলো।