ঈদে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা না ছাড়ার আহ্বান

নিউজ ডেস্কঃ সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় আসন্ন ঈদুল আজহার ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা না ছাড়ার আহ্বান জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহরূপ নেয়ায় ও বন্যার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, বন্যা পরিস্থিতি মোকাবিলা ও গুজব প্রতিরোধ-সংক্রান্ত একটি পর্যালোচনা সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান এসব কথা বলেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলের বাইরে ঈদ না করতে নিরুৎসাহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এডিস মশার প্রাদুর্ভাবরোধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের আবাসস্থল ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে জানিয়ে মুজিবুর রহমান বলেন, ডেঙ্গু চিকিৎসায় চিকিৎসক স্বল্পতার জন্য যে সব চিকিৎসক ট্রেনিংয়ে আছেন তাদের ট্রেনিং বাদ দিয়ে চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সচিব মুজিবুর রহমান জানান, ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত ১৩ হাজার ৬৩৭ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৯ হাজার ৭৪০ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। ভর্তি আছেন ৩ হাজার ৮৪৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন আটজন। বাসস
