12:52 AM, 13 November, 2025

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবা কমিটির সভা অনুষ্ঠিত

received_265794450839634
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ঠাকুরগাঁও সির্ভিল সার্জন সভাকক্ষে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় সাংসদ রমেশ চন্দ্র সেন তার বক্তব্যে দেন, ঠাকুরগাঁও পৌরসভা থেকে শুরু করে জেলার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বৃদ্ধি করতে হবে। যাতে প্রত্যেকটি মানুষ ঠিকমত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে। এজন্য জেলার সকল চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: শাহজাহান নেওয়াজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।