5:46 PM, 13 November, 2025

মেয়ে বলেই কিডনি দিবে না বাবা-মা!

kanchon-kumari

আন্তর্জাতিক ডেস্কঃ দুটো কিডনি নষ্ট হয়ে হাসপাতালের সঙ্গে মৃত্যুর সাথে লড়াই করা কিশোরীর নাম কাঞ্চন কুমারী। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় সামর্থ নেই চিকিৎসা করানোর। তবে কিডনি পেলে বাঁচানো যাবে তাকে। কিন্তু সন্তানকে বাঁচাতে কোনো আগ্রহ নেই বাবা-মায়ের। কাঞ্চন মেয়ে বলেই কিডনি দিতে রাজি নন তারা দুজন।

ভারতের বিহারের শেখপুরা জেলার এমন ঘটনা ঘটেছে। পরিবারটি অর্থের অভাবে মেয়ের চিকিৎসা করতে পারছে না। ভারতীয় সংবাদ সংস্থা দ্য স্টেটসম্যান এমন খবর প্রকাশ করেছে।

কিডনি প্রতিস্থাপনে অনেক খরচ। তাই একমাত্র উপায় বাবা-মায়ের কেউ একজন একটি কিডনি দিলেই বেঁচে যায় কাঞ্চন। কিন্তু তারা নিজ সন্তানকে কিডনি দিতে রাজি নয়।

জানা গেছে, কাঞ্চন কুমারী এ বছর স্কুল মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়ে প্রকাশ করে বাধভাঙা উচ্ছ্বাস। কিন্তু সেই খুশি অচিরেই বিলীন হয়ে যায়। এখন সে হাসপাতালে ভর্তি।

স্থানীয় হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কাঞ্চনকে নেয়া হয় পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (আইজিআইএমএস) হাসপাতালে। সেখানে নিশ্চিত হওয়া যায়, তার দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে। এখন কিডনি প্রতিস্থাপনে প্রচুর অর্থ ব্যয় হবে জেনে বাবা-মা মেয়ে আইজিআইএমএস থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় আবার। টাকার জন্য মেয়েকে বাঁচানো না গেলেও কিডনি দিতেও রাজি নন তারা।

কাঞ্চনের বাবা রমেশ রায় যাদব বলেন, ‘কে তাকে কিডনি দেবে। সে তো মেয়ে।’ এমনকি তার মা’ও কিডনি দিতে রাজি হননি।

এই বাবা-মা চিকিৎসার জন্য প্রদেশটির মুখ্যমন্ত্রীর ফান্ড পাওয়ার জন্যও আবেদন করছেন না। অথচ আগে অনেকেই চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর অর্থ সহায়তা পেয়েছেন। যা রীতিমতো অবাক কারার মতো!