তিতাসের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্কঃ অতিরিক্ত সচিবের গাড়ির জন্য ফেরি না ছেড়ে তিন ঘণ্টা অপেক্ষা করণে ষষ্ঠ শ্রেণির ছাত্র অ্যাম্বুলেন্সে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহনেওয়াজ দিলরুবা খানকে প্রধান করে দুই সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অপর সদস্য উপ-সচিব শাহ হাবিবুর রহমান হাকিম। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে জানা গেছে, আব্দুস সবুর মণ্ডল নৌপরিবহন মন্ত্রণালয় নয়, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত আছেন। তাই গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ সঠিক নয় দাবি হয়। সেজন্য জনমনে ভুল বোঝাবুঝি দূর করতে নৌপরিবহন মন্ত্রণালয় এ বিষয়ে ব্যাখ্যাও দেয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরিতে যাত্রী ও পণ্য পরিবহনের সেবায় নিয়োজিত। বিআইডব্লিউটিসি বর্তমানে প্রবল স্রোতের মধ্যেও ফেরি সার্ভিস চালু রেখেছে। তারা সবসময় অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন পারাপারে জরুরি সার্ভিস প্রদান করে থাকে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বলা হয়, ‘প্রকৃতপক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থায় আব্দুস সবুর মণ্ডল নামে কোনো অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব বা কোনো অফিসার নেই। সেদিন নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থার ওই নামে কেউ কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি পারাপার হননি।’
প্রসঙ্গত, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় নড়াইল কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষ।
বৃহস্পতিবার রাতে তিতাসকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছিল। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের গাড়ি না আসায় ফেরি ছাড়তে তিন ঘণ্টা বিলম্ব হয়। এ অবস্থায় ঘাটে ফেরি ছাড়ার অপেক্ষায় অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় স্কুলছাত্র তিতাসের। মাদারীপুরের কাঁঠালবাড়ি ১ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
