মারা গেছেন সৌদি বাদশার ভাই

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বড় ভাই প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদ মৃত্যুবরণ করেছেন। রবিববার বিকালে ৯৬ বছর বয়স্ক এই সৌদি রাজপরিবারের সদস্যের মৃত্যু হয়। প্রিন্স বন্দর ১৯২৩ সালে জন্ম গ্রহণ করেছিলেন।
সোমবার পবিত্র শহর মক্কায় এশার নামাজের পর মসজিদুল হারামে প্রিন্স বন্দর বিন আবদুল আজিজের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এমন খবর প্রকাশ করে সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ।
দেশটির প্রয়াত বাদশাহ আবদুল আজিজ সৌদের জীবিত সন্তানদের মধ্যে সবার বড় ছিলেন প্রিন্স বন্দর। এছাড়া শাসক পরিবারটির সবচেয়ে বয়স্ক সদস্যও ছিলেন তিনি।
সদ্য প্রয়াত প্রিন্স বন্দর বিন আবদুল আজিজের সন্তানরা দেশটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। প্রিন্স ফয়সাল বিন তুর্কি বিন ফয়সাল রিয়াদের গভর্নর, প্রিন্স আবদুল্লাহ বিন বন্দর ন্যাশনাল গার্ডের প্রধান, প্রিন্স খালিদ বিন বন্দর বাদশাহ সালমানের উপদেষ্টার পদে রয়েছেন। তবে, তিনি নিজে কখনো রাষ্ট্রীয় কোনো পদ দায়িত্ব পালন করেননি।
