12:29 PM, 13 November, 2025

‘বোকো হারামের’ হামলায় নিহত ৬৫

suspected-boko-haram-attack-on-a-funeral-leaves-65-dead-in-nigeria

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার বোর্নো প্রদেশে একটি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আসা একদল গ্রামবাসীর ওপর সন্দেহভাজন জঙ্গিদের হামলার অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ হামলার খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার বোর্নোর রাজধানী মাইদুগুরির নিকটবর্তী একটি গ্রামে হামলার এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও প্রতিদ্বন্দ্বী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকার (আইএসডব্লিউএ) দলছুট একটি অংশ ওই এলাকায় প্রায়ই হামলা চালিয়ে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেষকৃত্য অনুষ্ঠানে হঠাৎ করে মোটরসাইকেল এবং ভ্যানে করে বেশ কয়েকজন বন্দুকধারী ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপরই তারা গুলি চালায়।

ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। অপরদিকে হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে আরো বেশ কয়েকজন নিহত হয়েছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা মোহাম্মদ বুলামা বলেন, দু’সপ্তাহ আগে গ্রামবাসীদের হাতে বোকো হারামের ১১ সদস্য নিহত হয়েছিল। ওই ঘটনার প্রতিশোধ নিতেই হয়তো সাম্প্রতিক হামলা চালানো হয়েছে।

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সেখানকার বেশ কিছু বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। নিহতদের স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করছিলেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি। তিনি নৌবাহিনী এবং সেনাবাহিনীকে এই হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। শুধু নাইজেরিয়াতেই নয়, বরং প্রতিবেশী চাদ, নাইজার এবং ক্যামেরুনেও সক্রিয় রয়েছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম।