মুশফিক-মিরাজের দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ ২৩৮ রান

স্পোর্টস ডেস্কঃ প্রথম ম্যাচের ছায়া কাটাতে পারেনি টপ অর্ডাররা। তাইতো আজকেও ধস টপ অর্ডারে। দলীয় ২৬ আর ব্যক্তিগত ১১ রানেই খতম সৌম্যর ইনিংস। দলীয় রানের খাতায় আর মাত্র ৫ রান যোগ হতে তামিম হেঁটেছেন সাজঘর। যাওয়ার আগে খেলেছেন টেস্ট মেজাজি ১৯ রানের ইনিংস।
সাকিবের যোগ্য সঙ্গী এখনো পায়নি বাংলাদেশ। তা আবারো প্রমাণ করলেন মিথুন। গুরুত্বপূর্ণ এ জায়গায় নেমে আজও ব্যর্থ এ টপ অর্ডার। ৩৩ স্ট্রাইক রেটে রিয়াদ বুঝালেন সময়টা ভালো যাচ্ছে না তারও। ওদের মতো ব্যতিক্রম ছিলেন না সাব্বির। গত ম্যাচে ফিফটি পেয়েছিলেন। আজ করলেন মাত্র ১১ রান। আর ৫০ এর নিচে স্ট্রাইক রেটে ১৩ করে বিদায় নিয়েছেন মোসাদ্দেক।
তবে সবার আত্মসমর্পনের দিনে উল্টো পথে হেঁটেছেন মুশফিক, মিরাজ। ব্যক্তিগত ৪৩ রানে আউট হয়েছেন মিরাজ। তবে সাজঘরে ফেরার আগে মুশফিকের সাথে গড়েছেন ৮৪ রানের জুটি। মিরাজ অল্পের জন্য ফিফটি না পেলেও ভুল করেননি দেশসেরা এ ব্যাটসম্যান। ঝড়ের প্রতিকূলে ব্যাট হাতে লড়াই করে গেছেন। গত ম্যাচের মতো আজও দেখা পেয়েছেন অর্ধশতকের। শেষ পর্যন্ত খেলেছেন ৯৮ রানের ইনিংস। আর তাতেই নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৩৮ রান করে বাংলাদেশ।
