10:01 AM, 13 November, 2025

আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ

bangladesh_131

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে ৯১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এদিন ব্যাট কিংবা বল, কোন বিভাগেই ভালো করতে পারেনি টাইগাররা। ফিল্ডিংয়েও ছিল ছন্নছাড়া।

প্রথম ম্যাচের ব্যর্থতার পর কেমন হবে আজকের একাদশ? খোলাসা করেছে দলের কোচ খালেদ মাহমুদ সুজন। ভারপ্রাপ্ত এই কোচ জানিয়েছেন আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। হচ্ছে না কোন পরিবর্তন।

তাই যথারীতি তামিমের সাথে ওপেনিংয়ে দেখা যাবে সৌম্যকেই। তিনে মিথুন। চার আর পাঁচ নম্বর জায়গা সামলাবেন মুশফিক ও রিয়াদ। ছয়, সাতে যথাক্রমে সাব্বির, মোসাদ্দেক। আটে আছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পরের স্থানগুলোতে রয়েছেন যথাক্রমে শফিউল, রুবেল ও মুস্তাফিজ।

বাংলাদেশ একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।