3:37 PM, 13 November, 2025

সৌদিতে স্ত্রীর পিটুনি খায় ‘৪০ শতাংশ’ স্বামী

index

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে ৪০ শতাংশ স্বামী তাদের স্ত্রীর দ্বারা শারীরিকভাবে নির্যাতিত হন। শারজাহ্ পারিবারিক আদালতের এক বিচারকের বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ের কিছু পরিসংখ্যানের কথা উল্লেখ করে ওই বিচারক জানান, সৌদি আরবের প্রতি ১০ জন পুরুষের মধ্যে চারজন এ ধরনের নির্যাতনের শিকার হন। ইতোমধ্যেই পুরুষেরা ‘নীরবতা ভেঙে’ আদালতের শরণাপন্ন হতে শুরু করেছেন।

বিচারক বলছেন, সত্যিকারের অবস্থা বুঝতে এই পরিসংখ্যান যথেষ্ট নয়।

‘আমরা অল্প কিছু মামলা পাই। অধিকাংশ ক্ষেত্রে সামাজিক কর্মীদের দিয়ে পারিবারিক আদালতে বিষয়গুলো আপোস করা হয়। দিনে দিনে অনেক পুরুষ এই ট্রেন্ডের বিষয়ে মুখ খুলছেন। তবে অনেকেই লোকলজ্জায় কিছু বলেন না।’

কেন এমনটি হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে খালিজ টাইমস কিছু কারণের কথা বলেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ‘প্রতারণা’।

অধিকাংশ নারী বলছেন, প্রতারণা করার কারণে তারা এমন আচরণ করতে বাধ্য হন। এছাড়া স্বামীরা পরিবারকে ঠিকমতো সহযোগিতা না করায়ও নিয়মিত মার খাচ্ছেন।