4:13 PM, 13 November, 2025

রোহিঙ্গাদের রাষ্ট্র গঠনের সুযোগ দেয়া উচিত : মাহাথির

mahathir-mohammed_2

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমার সেনা দ্বারা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরার সুযোগ দেয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রোহিঙ্গাদের নাগরিকত্ব না দিলে তাদের আলাদা রাষ্ট্র গঠনের সুযোগ দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

তুরষ্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষৎকারে তিনি এই মন্তব্য করেন।

ওই সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ বলেন, ‘মিয়ানমার একসময় বিভিন্ন রাজ্য ও জাতিগোষ্ঠীর মানুষের সমন্বয়ে গঠিত ছিল। রোহিঙ্গাদের অন্যায়ভাবে দেশ থেকে বের করে দেয়া হয়েছে। নাগরিকত্ব না দিলে মিয়ানমারের উচিত তাদের আলাদা রাষ্ট্র গঠনের সুযোগ দেয়া।’

তিনি আরো বলেন, ‘মালয়েশিয়া অন্য কোনো দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। কিন্তু মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার বিরুদ্ধে সবসময়ই অবস্থান নিবে মালয়েশিয়া। রোহিঙ্গাদের দেশটির নাগরিকত্ব দেয়ার মধ্য দিয়ে এই সংকটের সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি।’

মিয়ানমার নিজেদের নাগরিক মনে না করা রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে ব্যাপক নির্যাতন চালায় দেশটির সেনাবাহিনী। ফলে জীবন বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। শুধুমাত্র ২০১৭ সালে দেশটি থেকে সাত লাখ রোহিঙ্গাকে তাড়িয়ে দেয়া হয়েছে বলে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়।