3:27 AM, 13 November, 2025

কালের লিখনের কবিতাঃ যাপনাধিকার

images

যাপনাধিকার

 [] কালের লিখন

তুমুল বেদনা আজ। চোখের কার্নিশে রোগাক্রান্ত
মানুষের ছবি। দিকে দিকে অনাচার অবিচার
এসে ঘিরে ধরেছে সমূহ সম্ভাবনা; খ্যাতিমান
দ্যুতিময় মানুষের কাছে নেই সান্ত্বনার বাণী।

পাঠ্যবইয়ে এখন নির্জলা নিষ্প্রাণ বর্ণঘুম;
শস্যক্ষেত্রে কৃষকের আহাজারি বেড়ে যায় ক্রমে,
বেড়ে যায় কার্বনসন্ত্রাস, জোর নেই দ্রোহ-দমে!
মানুষ কুঁকড়ে আছে কেঁচোর মতোন।

অসহায় চোখেমুখে আশা ও আশ্বাস নেই, ভালোবাসা আজ
নির্বাসনে, ভোটবাক্সে হায়েনার দখলদারিত্ব!
সেবা আজ শাসন-শোষণ; অধিকার বসে আছে
জাদুঘরের কোণায়।

ধূমায়িত চা-ফেনায় পোকা,শকুনের দখলে সে নির্মল আকাশ।
যাপনের গ্লানি টেনে টেনে অকালে বুড়িয়ে যায় শিশুযুবা।
রাষ্ট্রের কাণ্ডারি যারা, তারা বিষমায়ের ভূমিকা
নিয়েছে অনেক আগে, অসন্তোষ ঘন হয়ে আসে!

সাধারণ যারা, তারা তো আসে না রাজপথে নেমে
আগুন দেয় না চলমান অস্থির লোকাল বাসে!
তারা শুধু অধিকার চায়, বাঁচার আশায় বাঁচে।
তাদের বাঁচতে যদি না দিতেই পারো।

তবে তুমি স্বীকার করো হে রাষ্ট্রত্রাতা, ব্যর্থ তুমি! চুপ যাও!
আমার যাপন-অধিকার আমাকে ফিরিয়ে দাও!