11:21 AM, 13 November, 2025

আমতলীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫ 

FB_IMG_1564246503399
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনা আমতলী খলিয়ান বাস ষ্ট্যান্ডে সংলগ্ন নয়ন পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
শনিবার সকাল ৯ টার দিকে পটুয়াখালী কলাপাড়া মহাসড়কের খলিয়ান বাস ষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৯ টার দিকে আমতলী থেকে কলাপাড়া উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- জ- ২৮৭৩) আমতলী- কলাপাড়া মহাসড়কের খলিয়ান সংলগ্ন অটো রাইস মিলের কাছে পৌছলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায়। এ সময় বাসের প্রায় ১৫ যাত্রী আহত হন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশার বলেন, বাস দূর্ঘনার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
তবে দুর্ঘটনায় কেউ মারা যায়নি।