5:24 PM, 13 November, 2025

পরপর দুই ভূমিকম্পে ফিলিপাইনে নিহত ৮

philipain

আন্তর্জাতিক ডেস্কঃ পরপর দুই ভূমিকম্পে ফিলিপাইনে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ৬০ জন। দেশটির উত্তরাঞ্চলীয় একটি দ্বীপে শনিবার সকালে ভূমিকম্প দুটি আঘাত হানে।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপপুঞ্জে আঘাত হানে। এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর ২০ মিনিট পর বাটানস প্রদেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।

শহরের মেয়র রাল ডি সাগোন এএফপিকে বলেন, ভূমিকম্পে আটজনের মৃত্যু এবং আনুমানিক ৬০ জন আহত হয়েছেন। তবে আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রথম ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন মানুষজন ঘুমাচ্ছিলেন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‌‘আমরা দেখলাম বাড়িগুলো নড়ছে। বাড়ির কিছু দেয়াল ধসে পড়ে সেগুলো মানুষের ওপর পড়ছে। কিছু মানুষ মারা গেছে কারণ কারণ তারা গভীর তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন। আর সময়টা ছিল ভোরবেলা।’