11:15 PM, 12 November, 2025

রাসেল তাণ্ডবে কোহলীদের হার

59955-15539270788825-800
 মোঃ আলী আকবর রনী
ক্রীড়া প্রতিবেদক:
গতকালকের আইপিএল-১৯ এর কলকাতা বনাম ব্যাঙ্গালুরুর ম্যাচটি ছিল রোমাঞ্চ এ ভরা এক রাত। কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ব্যাঙ্গালুরুকে ব্যাটিং এ আমন্ত্রন জানায়। ব্যাঙ্গালুরু ব্যাটিং নেমেই যেন কলকাতার বোলারদের নিয়ে ছেলেখেলা করা শুরু করে দিল। কোহলি এবং ডিভিলিয়ার্স এর ঝড় ব্যাটিং এর মাধ্যমে কলকাতার কাছে পাহাড় সমান ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০৩ রানের রানের টার্গেট দেয়। কোহলি ৪৯ বলে ৯ চারে ২ ছয়ে ৮৪ এবং ডিভিলিয়ার্স ৩২ বলে ৫ চার এবং ৪ ছয়ে ৬৩ রান করেন। শেষের দিকে এসে আরেকটি ছোট টর্নেডো ইংনিং খেলেন মার্কাস স্টোনিস ১৩ বলে ৩ চারে ১ ছয়ে করেন ২৮ রান।
কলকাতা ব্যাটিংয়ে নেমেই ২৮ রানের মাথায় প্রথমেই সুনিল নারায়নের ইউকেট হারায়। রবিন উথাপা এবং ক্রিস লিন এর ইনিংসে কিছুটা প্রাথমিক ধাক্কা সামলিয়ে উঠে কলকাতা। কলকাতার ৯৩ রানে মাথায় রবিন উথাপার উইকেট পড়ে, এরপর নিয়মিত বিরতীতে ৩ ইউকেট পড়ে যায়, তখন মনে হচ্ছিল ব্যাঙ্গালুরু খুব সহজেই ম্যাচটি জয়ের পথে যাচ্ছিল। কিন্তু ম্যাচের মূল আকর্ষনটি ভাগ্যবিধাতা রেখে দিয়েছিল তা কে জানত। তখনেই শুরু হয় ক্যারিবিয় তান্ডব, আন্ড্রে রাসেল এর উপর যেন দানব ভর করে উঠে। কলকাতার জন্য জয়ের জন্য প্রয়োজন ৩ ওভারে ৫৪ রানের। কিন্তু ভাগ্য লেখা ছিল, রাসেলের অনুকূলে, অতিমানবীয় এক ইনিংস খেলে আইপিএল রাতটিকে স্বরনীয় করে তুলেন। ১৩ বলে ১ চারে ৭ ছয়ে ৪৮ রানের মাধ্যমে এক প্রকার ব্যাঙ্গালুরুর থেকে ম্যাচটিকে একাই ছিনিয়ে আনলেন রাসেল। তখও ম্যাচের ৫ বল বাকী, মনে হচ্ছিল আরও রান থাকলেও রাসেল তা অনায়েসে ভেঙ্গেচুরে চুরমার করে দিত। এই নিয়ে দুটি ম্যাচে একাই কলকাতা জয় উপহার দিলেন ক্যারিবিয় দানব রাসেল।