পেরেরার দাপুটে সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সংগ্রহ ৩১৪

স্পোর্টস ডেস্কঃ বৃষ্টির শঙ্কা ছিল শুরু থেকেই। আবহাওয়া অফিস জানিয়েছিল বৃষ্টি হবে কলম্বোতে। আর তাই ভেসে যেতে পারে ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত আবহাওয়া অফিসের বাণীকে পাশ কাটিয়ে বল গড়িয়েছে মাঠে। তাতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা।
তবে শুরুটা সুখকর ছিল না লঙ্কানদের। ১০ রানেই প্রথম উইকেট হারায় তারা। তাদের শিবিরে প্রথম আঘাতটি হানেন দীর্ঘ তিন বছর পর দলে জায়গা পাওয়া পেসার শফিউল ইসলাম। কিন্তু ওই পর্যন্তই। এরপর দাপটের সাথে খেলায় ফিরে আসে শ্রীলঙ্কা। কুশাল পেরেরাকে নিয়ে ৯৭ রানের জুটি গড়েন অধিনায়ক দিমুথ করুণারত্নে। মিরাজের বলে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেন ৩৬ রান।
তবে দমে যাননি পেরেরা। কুশাল মেন্ডিসকে নিয়ে গড়েন ১০০ রানের আরো একটি জুটি। আর নিজে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম শতক। তাতে মোকাবেলা করেন মাত্র ৮২ বল। সেঞ্চুরি করে ব্যক্তিগত ১১১ রানে সৌম্যর শিকারে পরিণত হন এ মারকুটে ব্যাটসম্যান। এরপর বেশিক্ষণ টিকেনি মেন্ডিসের ইনিংস। ৪৩ করে আউট হয়েছেন রুবেলের বলে।
শেষদিকে ম্যাথিউস ৪৩ এবং লাহিরু থিরিমান্নে ২৫ রান করলে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৩১৪ রান। বাংলাদেশের হয়ে শফিউল ৩টি এবং মুসতাফিজ নেন ২টি উইকেট। এছাড়াও মিরাজ, রুবেল এবং সৌম্য নেন ১টি করে উইকেট।
