“গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” এই স্লোগান নিয়ে পুলিশের মত বিনিময় সভা

মোঃ আলী আকবর রনীঃ সারা বাংলাদেশ যেন এক গুজবের আস্তানায় পরিণত হয়েছে। যে পারে সেই যেন এক গুজবের কারাখানা তৈরী করে ফেলেছে। আর আমরা কিছু মানুষ বুঝে না বুঝে অনেক সময় গুজবগুলো সমাজে প্রতিষ্ঠিত করে ফেলছি। আর দেখা যায় প্রতিটি গুজবের মধ্যে কোন না কোন বিপদজনক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারাণ জনগণ। সেই সব গুজব গুলোকে নিয়ে “গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” এই স্লোগান নিয়ে বাংলাদেশ পুলিশ সাধারণ জনগণ এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের মধ্যে বিভিন্ন গণ সচেতনতামূলক মতবিনিময় সভা।
ঠিক তেমনি ২৫ জুলাই সকাল ১১ টায় যাত্রাবাড়ী থানাধীন স্বনামধন্য স্কুল “বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ” হয়ে গেল এক মতবিনিময় সভা। উক্ত সভাতে পুলিশ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন “ঢাকা মেট্টেপলিটন ওয়ারি জোনের ডিসি জনাব মোহাম্মদ ইব্রাহীম খান, এডিসি ডেমরা জোন জনাব শাহ্ ইফতেখার আহম্মেদ, এডিসি শ্যামপুর জোন মিসেস নাজমুন নাহার। আরও উপস্থিত ছিলেন বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এর গভর্নিং বডির চেয়ারম্যান জনাব আব্দুস সালাম বাবু সাহেব, উক্ত স্কুলের সম্মানিত প্রিন্সিপাল আবদুর রহমান স্যার।
উক্ত মতবিনিময় সভাতে পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ছাত্র/ছাত্রীদের মাঝে গুজব এবং সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ঠকারী বিষয় নিয়ে বিভন্ন সচেতনতামূল বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা সভাতে উপস্থিত সকল ছাত্র/ছাত্রী এবং অভিভাবকবৃন্দগণ খুবই ধৈর্যের সাথে উপভোগ করেন।
উক্ত আলোচনা শেষে মাননীয় ডিসি মহোদয় মোহাম্মদ ইব্রাহিম খান এবং স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান আব্দুস সালাম বাবু স্কুল প্রাঙ্গনে দুটি নিম গাছ রোপন করেন।
