ঢাকা থেকে রাজশাহী কারাগারে সাঈদী

নিজস্ব সংবাদদাতাঃ মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজশাহীর আদালতে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় তাকে হাজির করার কথা রয়েছে। এর আগে, তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।
জানা যায়, জামায়াতের সাবেক নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীকে কঠোর গোপনীয়তার সঙ্গে গত সপ্তাহেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বিষয়টি এই কয়দিন গোপন রাখা হয়।
তবে বৃহস্পতিবারের হাজিরা উপলক্ষে আগের দিন বুধবার থেকেই আদালতে নিরাপত্তা জোরদার করা হলে বিষয়টি প্রকাশ পায়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানিয়েছেন, ‘গত সপ্তাহে সাঈদীকে রাজশাহীতে আনা হয়েছে।’
প্রসঙ্গত, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ক্যাডাররা ছাত্রলীগ কর্মী ফারুককে নির্মমভাবে খুন করে ম্যানহোলে ফেলে দেয়। এ মামলার অন্যতম আসামি দেলাওয়ার হোসেন সাঈদী।
