গাইবান্ধায় স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় শুরু হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা পুলিশের সহযোগিতায় গাইবান্ধা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হচ্ছে দু’দিনব্যাপী এই কাবাডি প্রতিযোগিতা। আজ ৫ এপ্রিল শুক্রবার সকালে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলার উদ্বোধন করেন গাইবান্ধা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। প্রতিযোগিতায় গাইবান্ধা পৌরসভা দল ও সাত উপজেলার ৭টি দলসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে। আগামীকাল শনিবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে সমাপনী খেলা ও শেষে পুরস্কার বিতরণ করা হবে।
