করলা চাষে বিরাট সাফল্য কৃষক মোবারকের

কাজী সাইফুল,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার একজন সফল চাষী হিসেবে বিষ মুক্ত নানা ধরনের সবজি উৎপাদন করে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছেন মোবারক আলী। যিনি সারা বছরই নানা ধরনের সবজি ক্ষেত, মাছ চাষ, ধান চাষ নিয়ে ব্যস্ত সময় কাটান। বর্তমানে কয়েক রকম সবজি ক্ষেতে নিয়ে ব্যস্ত সময় পার করছে। ইতিমধ্যে তার উৎপাদিত ক্ষেত থেকে করলা ও কিসকিন্দা (কায়তা) আশানুরূপ ফলন এবং বিশাল একটি অর্থ ঐ দুই খাত থেকে এসেছে বলে সে জানান। কৃষক মোবারক আলী এবার ৪ বিঞা জমিতে করলা ও ৩ বিঘা জমিতে কায়তা লাগিয়েছেন, ফলন হয়েছে প্রচুর। এখন পর্যন্ত তিনি ২ লাক্ষ টাকার করলা ও কায়তা বিক্রি করেছেন, তিনি আরও ১ লাক্ষ টাকা পর্যন্ত করলা ও কায়তা বিক্রি করার আশা করছেন।
একদিকে নানা ধরনের সবজির চাষ অন্যদিকে ধান চাষ । চলতি বছরে সে আদা,হলুদ,করলা, কিসকিন্দা, শশা, টমেটো লাউ, মরিচ, বেগুন, শিম সহ নানা ধরনের সবজি উৎপাদন করেছেন। বর্তমানে এখন পর্যন্ত করলা ও কিসকিন্দা (কায়তা) মাঠে রয়েছে। তার উপর বেগুন, শিম, লাউ পরিচর্যায় তিনি ব্যস্ত । অল্প কিছুদিনেই তা শেষ হবে বলে জানান মোবারক আলী। দেবীগঞ্জ উপজেলায় প্রতি বছর প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
বর্তমানে দেবীগঞ্জে প্রতিদিন কয়েকশ মণ উৎপাদিত সবজি বিশেষ করে করলা ও কিসকিন্দা (কায়তা), বেগুন, চাল কুমড়া, লাউ এবং শশা, প্রচুর পরিমাণ পাইকারী হারে বিক্রি করছে ব্যবসায়ীরা। ফলে চাষীরা প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে। মোবারক আলী এর মধ্যে রয়েছেন প্রথম সাড়িতে। বিগত প্রায় ১০ বছর ধরে আগাম সবজি চাষ করছেন মোবারক আলী। তিনি দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবার প্রধান পাড়ার মৃত: অমরত আলীর ছেলে।তাহার তিন ছেলে ও এক মেয়ে।বর্তমানে কনিষ্ঠ ছেলে হামিদুল ইসলামকে নিয়ে তিনি সবজ্বির বিভিন্ন প্রজেক্ট দেখাশুনা করেন।বিগত ১০ বছর ধরে সবজ্বির প্রজেক্ট করে প্রায় ৪০ বিঘা আবাদী জমি কিনেছেন।তাহার সাফল্য দেখে উপজেলার চাষীরাও সবজ্বি আবাদের দিকে ঝুকছেন।আদা আবাদের মডেল কৃষক হিসেবে টিভি মিডিয়াতেও মোবারক আলীর সাফল্য দেখানো হয়েছে ।তিনি জানান, উপজেলার উপ-সহকারী কর্মকর্তা মজিদ সাহেব সব সময় পরামর্শ দিয়ে থাকেন রোগ-বালাই প্রতিকারের জন্য।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মজিদ বলেন, মোবারক আলী আদর্শ কৃষক।সব সময় কৃষি অফিসের পরামর্শে আবাদ করেন।
