বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহ

স্পোর্টস ডেস্কঃ এবার আর কোনো সন্দেহের অবকাশ রইলো না। বিদায় ঘণ্টা বেজে গেলো লংকান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। মূলত বিশ্বকাপের ব্যর্থতার জন্যই নিজ দেশে কপাল পুড়লো সাবেক টাইগার গুরুর।
বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্য শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দো কোচিং স্টাফকে বাছাইয়ের জন্য নির্দেশ দিয়ে চিঠি দেন। আর ক্রীড়া মন্ত্রীর সিদ্ধান্তকে অগ্রাধিকার দিতেই এসএলসি হাথুরুকে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
এ ব্যাপারে সে দেশের ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা বলছেন, ‘এ চিঠির আদেশ পালনের বাইরে যাওয়ার এখতিয়ার আমাদের নেই। তাই ক্রমাগত কোচ নিয়োগ এবং বাছাইয়ের ফলে ভাবমূর্তি ক্ষুন্ন হলেও তা মেনে নিয়েই হাথুরুকে ছাটাই করতে হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমরা একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। পেশাদারদের নিয়ে কাজ করতে হচ্ছে। গেলো কয়েক বছরে ঢালাওভাবে কোচ নিয়োগ ও বরখাস্ত করায় আমাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা জানি আমিাদের দায়িত্ব কি! আমাদের সাধ্য নেই মন্ত্রীর আদেশের বাইরে যাওয়ার।’
উল্লেখ্য, ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ১১ জন কোচ নিয়োগ দিয়েছে এসএলসি।
অবস্থা যদি এমনই হয় তাহলে বলাই যাচ্ছে আসন্ন লংকা-বাংলা সিরিজই হবে নিজ দেশের হয়ে হাথুরুর শেষ মিশন। তাই বাংরাদেশের কোচ হওয়ার জন্য আরেকটু এগিযে গেলেন চন্ডিকা। তবে সেটা পুরোপুরি নির্ভর করছে বিসিবি কর্তাদের উপর। কারণ একমাত্র তাদের চাইয়াতেই দ্বিতীয় মেয়াদে টাইগারদের কোচ হতে পারেন অনেক সমালোচনার জন্ম দেয়া এই লংকান।
