3:37 PM, 13 November, 2025

ম্যাচ সেরা হয়ে পুরস্কার পেলেন মুরগি

untitled-1_4983

স্পোর্টস ডেস্কঃ ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হওয়া চাট্টিখানি কথা নয়। সাধারণত ম্যাচ সেরাকে অর্থ পুরস্কার দিয়েই পুরস্কৃত করা হয়ে থাকে। যদিও ইউরোপিয়ান ফুটবল লিগগুলোতে ম্যাচ সেরার হাতে তুলে দেওয়া হয় দামি পানীয়র বোতল। কিন্তু মালাওয়াইর ফুটবল লিগে ম্যাচ সেরার হাতে যেই পুরস্কারটি তুলে দেওয়া হলো, তাতে চমকে উঠবেন যে কেউই!

দেশটির ঘরোয়া ফুটবল লিগের একটি ম্যাচ শেষে বিজয়ী দলের হাসান কারোজোগকির হাতে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়েছে একটি জ্যন্ত বন মুরগি!

অবশ্য আফ্রিকান লিগগুলোতে এমন পুরস্কার নতুন কিছু নয়। জিম্বাবুইয়ান লিগে ম্যাচ সেরাকে দেওয়া হয় এক কেস বিয়ার। ঘানাইয়ান লিগে ম্যাচ সেরার হাতে এক জোড়া স্যান্ডেল তুলে দেওয়ার মতো ঘটনাও আছে। বতসোয়ানা লিগে সেরা খেলোয়াড় পান ঘরের বাজার-সদাই!

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফুটবল লিগে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে দেওয়া হয় পাঁচ জিবি ডাটা। অদ্ভূত পুরস্কারের নজির রয়েছে বাংলাদেশেও। ঘরোয়া ফুটবলের টুর্নামেন্টেও এমন পুরস্কার দেখা গেছে। এ ছাড়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ম্যান অব দ্য ম্যাচের হাতে রাইস কুকার, ইস্ত্রি দেওয়ার নজিরও রয়েছে।